তুমি থাকবে আমাদেরই মাঝে
প্রতিটি মানুষের মৃত্যু হবেই,কিন্তু স্মৃতির মৃত্যু হয় না। ফিরে আসে বারেবারে ও মনকে নাড়া দিয়ে যাবে মিঠুনের ( অনির্বাণ মজুমদার) মতো মানুষ ছিল। সবাই মিঠুন হতে পারে না।
আমাদের সবার প্রিয় মানুষ মিঠুনের পারলৌকিক ক্রিয়া বুধবার সম্পন্ন হল অত্যন্ত নিষ্ঠা সহকারে এবং সুষ্ঠভাবে। উপস্থিত সকলকে, ও যারা উপস্থিত থাকতে না পারলেও পাশে ছিলেন,পরশের পক্ষ থেকে সবাই কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
পরশ মানেই মিঠুন (অনির্বাণ মজুমদার), কিন্তু সেই পরশ কে তার অন্তিম কালে পাশে থাকার সময়, সুযোগ দেয়নি। মিঠুন সর্বদা আমাদের হৃদয় বিরাজ করবে।পরশ তার পরিবারের পাশে আগামীদিনে থাকবে, এটা পরশের কর্তব্য।
#bijoygarh #nonprofitorganization #joinparash #Tollygunge #পরশ #ParashPower #welfare #parash #social #bijoygarhparash #ngo #people



Comments
Post a Comment