নির্বাকের সাথে নববর্ষের শুরু
১৪৩২ বাংলা নববর্ষ কে এবার একটু অন্যরকম ভাবে স্বাগত জানালো বিজয়গড় পরশ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।
সংগঠনের নির্বাকের বল প্রকল্পের আওতায় গত ১৩, ১৪ এবং ১৫ এপ্রিল কলকাতা পৌরসংস্থার ৯৫ ৯৬ এবং ৯৮ নম্বর ওয়ার্ডে পথপশুদের অ্যান্টি রেবিস ভ্যাকসিন দেওয়া হল।
প্রায় তিনটি ওয়ার্ড মিলিয়ে প্রায় ১০০ পথ পশুদের এই ভ্যাকসিন দেওয়া হল।
পরশের সম্পাদক তন্ময় গুহ রায় জানান, " আমরা মাঝেমধ্যেই পথ পশুদের সুস্থ রাখতে বিভিন্ন কাজ করে থাকি। এই ভ্যাকসিনের কর্মকাণ্ড তার অন্যতম এক অংশ।
ভ্যাকসিন দেওয়ার সময় ওয়ার্ড এর মানুষেরা আমাদের পাশে ছিলেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আগামী দিনেও আমরা এই ভাবেই এগিয়ে চলব সমাজ কল্যাণের দিকে। এছাড়াও আমাদের অন্য দুই প্রকল্প শিক্ষাবল ও জনবল কাজ করে চলেছে প্রতিনিয়ত।"
Comments
Post a Comment