শিক্ষক দিবস পালন
পরশের অনুষ্ঠানসূচিতে গতকাল অর্থাৎ ৫ সেপ্টেম্বরের সন্ধ্যা বেলা ছিল একটু অন্যরকমের। কারণ সেদিন ছিল শিক্ষক দিবস।
অন্যান্য বছরের মত এবারও বিজয়গড় পরশ সোশ্যাল ওয়েফেয়ার সোসাইটি র শিক্ষাবলের সদস্যরা আয়োজন করেছিল শিক্ষক দিবসের। শুধু তাই নয় তাদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করেছিল পড়ুয়ারা।
পরশের অবৈতনিক কোচিং সেন্টারের পড়ুয়ারা শিক্ষক শিক্ষিকাদের বরণ করে নিলো। সঙ্গে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়াও জনবল এবং নির্বকের বলের সদস্যরাও এদিন উপস্থিত ছিলেন।
#parash #kolkata #ngo #people #nonprofitorganization #Tollygunge



















Comments
Post a Comment